• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমান’ কে সভাপতি ও মো. হাবিবুর রহমান’কে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ভৈরব সমিতির নতুন গঠন

# নিজস্ব প্রতিবেদক :-
মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমান’কে সভাপতি ও মো. হাবিবুর রহমান খোকন’কে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ভৈরব সমিতির নতুন গঠন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমানের গ্রামের বাড়ি ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায়। তিনি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন। তাঁর পিতার নাম মরহুম হাজী চান মিয়া। তাঁর পিতা হাজী চান মিয়া একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন। মোহাম্মদ মতিউর রহমান একজন সৎ, সজ্জন ও মেধাবী প্রাক্তন সামরিক কর্মকর্তা। তিনি কর্মক্ষেত্রে একজন চৌকস সামরিক কর্মকর্তা হিসেবে সোর্ড অব অনার অর্জন করেন। তিনি এতোদিন ভৈরব সমিতির উপদেষ্টা ছিলেন।
এদিকে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান খোকন একজন রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক থেকে মহা-ব্যবস্থাপক (জি.এম.) হিসেবে অবসরে যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকত্তোর ডিগ্রী অর্জন করেন। ভদ্র, নম্র ও মিতভাষী মো. হাবিবুর রহমান খোকন এর গ্রামের বাড়ি ভৈরব উপজেলার মেন্দিপুর গ্রামে। তাঁর বাবা মরহুম মো. রমিজ উদ্দিন একজন সমাজপতি ছিলেন। মো. হাবিবুর রহমান খোকন ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, জনতা ব্যাংক অফিসার্স এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ভৈরব সমিতির বিগত কমিটিতে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *