• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

ভৈরবে দেড় বছরের কন্যা শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার ঘটনার প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে ৩ মাস পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।
এর আগে একই ঘটনার অভিযোগে অভিযুক্ত আরেক আসামি শিশু নুসরাতের মা আয়েশা খাতুন (২৫)কে ৭ জুন রাতে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে ভৈরব থানা পুলিশ।
অভিযুক্ত মা আয়েশা খাতুন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে ও নরসিংদী বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী। অপর আসামি পরকীয়া প্রেমিক আলমগীর মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে।
র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, ৫ বছর আগে ধোবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে আয়েশা খাতুনের সাথে নরসিংদী বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুকের সাথে বিয়ে হয়। বিয়ের পর দুই বছর তাদের সংসার ভাল চললেও পরবর্তীতে আলমগীরের জন্য সংসারে কলহ সৃষ্টি হয়। তাদের সংসারে আলিফ নামে ৩ বছরের ছেলে ও নুসরাত নামে দেড় বছরের মেয়ে রয়েছে। ওমর ফারুক ভৈরবের পাদুকা শ্রমিক ছিল সেই সুবাদে দুই বছর আগে ওমর ফারুক শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর এলাকায় ভাড়া থাকতো। আলমগীরও পাদুকা শ্রমিক। একসাথে কাজ করতে গিয়ে ওমর ফারুকের পরিবারের সাথে আলমগীরের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আয়েশা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের এপ্রিল মাসে ৩ বছরের ছেলে আলিফকে স্বামীর বাড়িতে ফেলে রেখে আলমগীর এর সাথে লক্ষ্মীপুর চলে আসেন আয়েশা। ওই এলাকার শাহীন কবীর নামে এক ব্যক্তির বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয়ে ভাড়ায় ওঠেন আয়েশা ও তার পরকীয়া প্রেমিক আলমগীর। ৭ জুন রাত ৭টায় মা আয়েশা বেগমের চিৎকার চেচামেচি করে দেড় বছরের মেয়ে নুসরাতের মৃত্যুর খবর প্রতিবেশীসহ বাড়ির মালিককে জানায়। শিশুটির অস্বাভাবিক মৃত্যু ভেবে মা আয়েশা খাতুনকে পুলিশে তুলে দেন বাড়ির মালিক শাহীন কবীর। ৮ জুন নিহত শিশুটির দাদা আবুল কালাম নাতনীকে হত্যা করা হয়েছে দাবি করে বাদী হয়ে থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত বলেন, শিশু নুসরাত হত্যার ঘটনায় ৮ জুন নিহত শিশুটির দাদা আবুল কালাম বাদী হয়ে শিশুটির মা আয়েশা ও তার পরকীয়া প্রেমিক আলমগীরকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিল। র‌্যাব ঘটনার পর থেকেই ছায়া তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি আলমগীরকে টান কৃষ্ণনগর এলাকা থেকে মোবাইলে লুডু খেলা অবস্থায় গ্রেপ্তার করে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *