# উজ্জ্বল কুমার সরকার :-
‘একটি হলেও বৃক্ষরোপন করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে ইসলামী ছাত্র শিবির শাহেদল ইউনিয়ন শাখা। ৪ জুলাই শুক্রবার সকাল থেকে শাহেদল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর ছাত্র শিবিরের উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান, ছাত্রশিবির হোসেনপুর উপজেলা দক্ষিণের সাবেক সেক্রেটারী জাহিদুল ইসলাম ফরহাদসহ শাহেদল ইউনিয়নের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।