• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক করিমগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভৈরব পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক বিতরণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, কেন গণহারে সবাই আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসায় নির্মূল করা যাচ্ছে না তার কারণ এবং করণীয় সম্পর্কে জানুন ৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

প্রশাসন পুলিশ র‌্যাবের প্রেস ব্রিফিং শোলাকিয়ার ঈদ জামাত শুরু হবে সকাল ৯টায়

প্রশাসন পুলিশ র‌্যাবের প্রেস ব্রিফিং
শোলাকিয়ার ঈদ জামাত
শুরু হবে সকাল ৯টায়

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল ৯টায়। ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান গতকাল বুধবার সকালে শোলাকিয়া ঈদগায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের ১৯৮তম জামাতে ইমামতি করবেন বিশিষ্ট মুফতি বড় বাজার জামে মসজিদের খতিব আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। জেলা প্রশাসক ছাড়াও ঈদগায় প্রেস ব্রিফিং করেছেন ঢাকা ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজেম উদ্দীন ও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির।
জেলা প্রশাসক ফৌজিয়া খানা জানিয়েছেন, ঈদগার প্রস্তুতি প্রায় শেষ। ঈদুল ফিতরের মত এই ঈদেও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের জন্য ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরবে থেকে কিশোরগঞ্জে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি ঈদ স্পেশাল ট্রেন আসবে। জামাত শেষে মুসল্লিদের নিয়ে ট্রেন দু’টি আবার গন্তব্যে ফিরে যাবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্প ও ফায়ার সার্ভিস টিম মোতায়েন থাকবে।
পুলিশ সুপার কাজেম উদ্দীন বলেছেন, ঈদ উপলক্ষে ৬ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি র‌্যাব, বিজিবি এবং সেনা সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে ৬৪টি সিসি ক্যামেরা, ৭টি ড্রোন ক্যামেরা, ৭টি ভিডিও ক্যামেরা, ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে এবং চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে। স্থাপন করা হবে কন্ট্রোল রুম। র‌্যাব কমান্ডার আশরাফুল কবির জানিয়েছেন, ঈদের দিন ৬০ থেকে ৭০ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকেও মোতায়েন থাকবে। পুরো এলাকায় গোয়েন্দা নজরদারি করা হবে। র‌্যাবের পক্ষ থেকেও কন্ট্রোল রুম স্থাপন করা হবে। থাকবে দু’টি ওয়াচ টাওয়ার।
গত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছিল সুন্দর আবহাওয়ায়। এবার টানা বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত হয়ে আছে। বৃষ্টি অব্যাহত থাকলে মুসল্লিদের এই কাদা-পানি মাড়িয়েই জামাতে অংশ নিতে হবে। অবশ্য এর আগেও লাখ লাখ মুসল্লি মুষলধারে বৃষ্টির মধ্যে এই ঈদগায় নামাজ আদায় করেছেন। ঈদুল ফিতরের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি আসলেও কোরবানির ব্যস্ততার কারণে ঈদুল আজহার জামাতে সবসময়ই মুসল্লি কম আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *