# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ মুক্ত হয়েছিল একাত্তরের আনুষ্ঠানিক বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর। আগের দিন জাতীয়ভাবে বিজয় দিবস উদযাপনের কারণে ১৭ ডিসেম্বর মুক্ত দিবসটি কিশোরগঞ্জে আর আলাদা করে প্রশাসন বা কোন রাজনৈতিক দল উদযাপন করে না। তবে এবার ব্যতিক্রম এক কর্মসূচী নিয়েছে ‘আশা’ নামে একটি বেসরকারি সংস্থা। তারা তাড়াইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে দিবসটিকে সামনে নিয়ে এসেছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার তাড়াইলের রাউতি ইউনিয়নের পুরুড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যের মেডিক্যাল টিম চিকিৎসা প্রদান করেন। এসময় দুই শতাধিক দরিদ্র রোগীকে ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন চিকিৎসা প্রদান করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া শতাধিক শিশুকে বিনামূল্যে ক্রিমিনাশক ওষুধ খাওয়ানো হয়। দিবসটি উপলক্ষে আশার পুরুড়া আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় রাউতি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক, আশা কর্মকর্তা আব্দুল মান্নান, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।