# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের এমবিশন পাবলিক স্কুলের এসএসসি -২০২৪ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ১ম পার্বিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০ টায় এমবিশন পাবলিক স্কুল মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আতিক আহম্মেদ সৌরভ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমবিশন পাবলিক স্কুল অধ্যক্ষ অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাশ, স্কুল পরিচালক রফিউল আলম মঈন, নুর ই লাইলা রিক্তা, অভিভাবক প্রতিনিধি নাহিদ সুলতানা প্রমুখ।
এ সময় অভিভাবকরা শিশুদের মেধা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দেন। অভিভাবকদের বিভিন্ন পরামর্শ নিয়ে আলোচনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ। এসময় তিনি অভিভাবকদের বলেন, এই বছর আমাদের স্কুল থেকে প্রথমবারের মত এসএসসি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন । তাদের মধ্য ৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন এবং বাকী দুই জন জিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আজকে এই কৃর্তি শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি চাই আপনারা আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থায় কোন ঘাটতি আছে কিনা তা আমাদের জানাবেন। কোনো শিক্ষার্থী যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে সেদিকে অভিভাবকসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ১ম পার্বিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।