• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন কিশোরগঞ্জের করিমগঞ্জে ২ দিনের বাছুর দিচ্ছে দুধ সরকারের সংস্কার প্রস্তাবের ৯৫ ভাগ বিএনপি আরও আড়াই বছর আগে দিয়েছে ……… তারেক রহমান 21 SEPTEMBER’ 2025. ০৬ আশ্বিন ১৪৩২ দৈনিক পূর্বকণ্ঠ, সম্পাদক সোহেল সাশ্রু, ভৈরব, কিশোরগঞ্জ The Daily Purbokontho, Bhairab, Kishoreganj (পুরো পত্রিকা) বাজিতপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উত্তরাধিকার ফাউন্ডেশন ভৈরবে দুই গ্রুপের দ্বন্দ্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সংঘর্ষ, আহত ১০ কটিয়াদীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার হুক্কা খাওয়া প্রথা

ভৈরবে নদীতে অভিযান, অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে নেই কঠোর ব্যবস্থা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে প্রতিটি খাল-বিল ও নদীতে শুরু হয়েছে মাছ নিধনের মহোৎসব। বিশেষ করে মেঘনা, ব্রহ্মপুত্র ও কালীনদীতে এখন শত শত জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জালের সাহায্যে মাছ শিকার করছে। আর এইসব নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের কারণে কিছুদিন পর পর উপজেলা মৎস্য অধিদপ্তর নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেক জেলেকে জরিমানা করেছে। উদ্ধার করা হয়েছে শত শত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জাল ও মশারী জাল। কিন্তু এইসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান যেন শুধু জেলে আর নদীতেই চলে। নেই অসাধু কোনো জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোনো কঠোর অভিযান। যার কারণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বছরের পর বছর ধরে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের রমরমা ব্যবসা করে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী।
ভৈরব বাজারে ছোট বড় মিলে ১৫ থেকে ২০টি জাল বিক্রির দোকান রয়েছে। আর এই নিষিদ্ধ জাল ব্যবসাটি লাভজনক হওয়ায় রাতের আঁধারে জাল আনা হচ্ছে ভৈরব বাজারে। জালগুলি দোকানে না সাজিয়ে অন্য কোন জায়গায় রেখে ওইসব জাল জেলেদের কাছে অবাধে বিক্রি করছে। অসাধু ব্যবসায়ীদের গুদামে প্রায় কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল মজুদ আছে বলে জানা গেছে।
ভৈরবের জাল ব্যবাসয়ীরা ওই সব নিষিদ্ধ জাল আশেপাশের উপজেলাসহ কয়েকটি জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। এ নিষিদ্ধ জালের ব্যবসার সাথে জড়িত কেউ কেউ আইনের হাতে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা পেলেও ব্যবসাটি অন্য ব্যবসার তুলনায় বেশি লাভজনক হওয়ায় পুনরায় তারা আবার এ অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারেন্ট জাল ব্যবসায়ী জানান, কারেন্ট জালের ব্যবসা বর্তমানে অন্য ব্যবসা থেকে বেশি লাভজনক। তাই এ ব্যবসায় বর্তমানে অনেকেই ঝুকছেন বলে তিনি দাবি করেন। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত এ অবৈধ কারেন্ট জাল জব্দসহ জরিমানা আদায় করে। কিন্তু তাতে অবৈধ কারেন্ট জালের লাভের সিকিভাগ মাত্র ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া নদীতে কারেন্ট জাল ব্যবহার বন্ধের অভিযানের পাশাপাশি জাল বিক্রির দোকান গুলোতেও নিয়মিত অভিযান না থাকায় এইসব জালের ব্যবহার বন্ধের প্রভাব সেই ভাবে পড়ছে না বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। তাই এই বিষয়টি রহস্যের দানা বাঁধছে বিভিন্ন মহলে। এছাড়া অবৈধ কারেন্ট জাল বন্ধে প্রশাসনকে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা নিলে তাতে কিছুটা ফল পাওয়া যেতে পারে বলে অনেকেই মনে করছেন।
নদীতে কারেন্ট জাল পেতে রাখার কারণে লঞ্চ, কার্গো ও ইঞ্জিনচালিত নৌকার চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ঘটে ছোট ছোট দুর্ঘটনা।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ কয়েক কোটি টাকার মালামাল ধ্বংস করেছি। যারা এই সব অবৈধ কারেন্ট জালের ব্যবসা করছে সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *