দেশব্যাপী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সপ্তাহের দ্বিতীয় দিন আজ ২৯ আগস্ট রোববার দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় সরকারী শিশু পরিবারের (বালক) পুকুরে প্রধান অতিথি হিসেব কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মাছের পোনা অবমুক্ত করেছেন। জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে রুই, কাতলা ও মৃগেলের ৩০ কেজি পোনা বিনামূল্যে সরবরাহ করা হয়। এসময় বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামানা খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আ.ন.ম মাহফুজ আল আমিন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রাশেদ, এতিমখানার তত্ত্বাবধায়ক সালমা খানম প্রমুখ।