কিশোরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর আল ফারুক আহমেদ চাঁন মিয়া (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি আজ ২৯ আগস্ট রোববার সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আজ বাদ আসর শহরের হাসমত উদ্দিন হাইস্কুল মাঠে জানাজা শেষে পার্শ্ববর্তী হয়বতনগর এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।