জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জ মৎস্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ২৮ আগস্ট শনিবার অনুষ্ঠিত ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল কিশোরগঞ্জসহ দেশের মৎস্য খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ, অর্জিত সাফল্য ও আগামী দিনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন। তিনি বলেন, ইলিশ উৎপাদানে বাংলাদেশ বিশ্বে প্রথম। বিশ্বের ৬০ ভাগ ইলিশ বাংলাদেশে উৎপাদন হয়। এছাড়া মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম। চাষের মাছের দিক থেকে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। তিনি বলেন, ২৬০ প্রজাতির দেশি জাতের মাছ রয়েছে। এখন অনেক দেশি জাতের ছোট আকারের মাছের চাষাবাদ হচ্ছে। কিশোরগঞ্জে বছরে মাছের চাহিদা রয়েছে ৬৬ হাজার ৩২৮ মেট্রিকটন। আর উৎপাদন হয় ৮২ হাজার ২৮৩ দশমিক শূন্য ৬ মেট্রিক টন। উদ্বৃত্ত থাকে ১৫ হাজার ৯৯৫ দশমিক শূন্য ৬ মেট্রিকটন। এছাড়া জেলায় ১২০ জন শুটকী উৎপাদনকারী বছরে ১০৪৬ মেট্রিকটন শুটকী উৎপাদন করেন। কিশোরগঞ্জে প্রাকৃতিক জলাশয়ের মাছের বংশ বৃদ্ধি অব্যাহত রাখার জন্য ১১টি অভয়াশ্রম করা হয়েছে। এখানে কেউ মাছ ধরতে পারবে না। এর পাশাপাশি ১৯টি বিল নার্সারিও রয়েছে। সেখান থেকে বিলে বিনামূল্যে মাছের পোনা সরবরাহ করা হয়।
মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, অবৈধ মৎস্য আহরণ রোধকল্পে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা, মৎস্য চাষীদের প্রশিক্ষণ, প্রচারণা এবং সেরা মৎস্য চাষীদের পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আ.ন.ম মাহফুজ আল আমিন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রাশেদসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।