১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টিআইবি গঠিত সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জে জুম প্রযুক্তিতে আলোচনা সভা করেছে।
সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা ও সনাক সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল এবং বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজাল।
আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোচনায় শোষণ, নিপীড়ন, বঞ্চনা, গণতন্ত্রের অধিকার হরণ, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী ভূমিকার বিষয়ে উল্লেখ করেন। তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সুশাসিত সোনার বাংলা গঠনে বর্তমান তরুণ প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে মর্মে উল্লেখ করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি ম.ম. জুয়েল এবং অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি রৌশন আরা লুৎফুন্নাহার, স্বজন সদস্য অ্যাডভোকেট হামিদা বেগম, আমিনুল ইসলাম সেলিম এবং ইয়েস দলনেতা শুভ্র বণিক প্রান্ত। স্বজন সমন্বয়ক গাজী মুহিবুর রহমানের সঞ্চালনা আলোচনা সভায় নাগরিক প্রতিনিধি, সাংবাদিক এবং টিআইবি-সনাকের বিভিন্ন পর্যায়ের সদস্য ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।