ভৈরবে অসহায় ও হত-দরিদ্র কামার শ্রমিক কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট রোববার বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা খাদ্য সামগ্রী ৫০ জন শ্রমিকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি তেল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পরেছে অনেক কামার শ্রমিক। হত-দরিদ্র মানুষগুলো মানবেতর জীবন যাপন করছিল। এ লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টগুলো কিছুটা লাগব করতে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।