যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
এ উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে জাতির পিতা ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সারওয়ার জাহান প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, পাকুন্দিয়া সরকারি কলেজ, পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি শোক র্যালি পাকুন্দিয়া সদর বাজার প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এতে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারওয়ার জাহান, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগ উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে উপজেলা পাবলিক লাইব্রেরী চত্ত্বরে আলোচনা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন।