ভৈরবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালন করা হয়েছে। আজ ১৫ আগস্ট রোববার যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে সকাল ৯টায় এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় বক্তারা বলেন, আজ ১৫ আগস্ট বাঙালি জাতির শোকের মাস। শোককে শক্তিকে পরিণত করতে হবে। এই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নারকীয় হত্যাযজ্ঞ জাতির জন্য লজ্জাজনক। ভাগ্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাহিরে থাকার কারণে প্রাণে বেঁচে যাওয়ায় আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারকীয় হত্যাকাণ্ডের বিচার করেছেন। বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন বক্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মো. শাহিন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।