সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ভৈরব থানা পুলিশ। আজ ১৫ আগস্ট রোববার দুপুর বাদ জোহর ভৈরব থানা কমপ্লেক্সে এই মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রেজুয়ান দীপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিকসহ ভৈরব থানার কর্মকর্তাবৃন্দ।
এ সময় পুলিশ সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।