• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের মামলা ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত বাজিতপুরে সেইফ হেলথ প্রকল্পের নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, মহা-পরিচালকের ৩ মাসের কারাদণ্ড পাকুন্দিয়ায় ৩ চেয়ারম্যান ও ১ ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার মৃত্যু দিয়ে পরিবারকে বিদায় জানালেন সারপ্রাইজ দিয়ে দেশে আসা প্রবাসী আল ইসলাম কিশোরগঞ্জের তিন উপজেলায় ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার প্রযুক্তিগত উপকরণসহ সাইবার অপরাধী গ্রেপ্তার ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের ফলে ভাঙ্গনের আশঙ্কায় দুই গ্রাম

কিশোরগঞ্জে প.প. সহায়িকা মোবাইল এ্যাপস প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম জোরদারে ভূমিকা রাখায় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ক্রেস্ট প্রদান করছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে প.প. সহায়িকা মোবাইল
এ্যাপস প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

 # মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্থানীয়ভাবে উদ্ভাবিত ‘পরিবার পরিকল্পনা সহায়িকা মোবাইল এ্যাপস’ ব্যবহারের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন। আজ ২০ অক্টোবর সকালে সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফ মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে তিনি এ্যাপসটি উদ্বোধন করেন। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের উন্নয়নে কার্যকর সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসককে ক্রেস্ট দিয়ে সম্মাননাও জানানো হয়। শরীফুল ইসলাম নামে একজন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারের ‘এ-টু-আই’ প্রকল্পের আর্থিক সহায়তায় ‘পরিবার পরিকল্পনা সহায়িকা মোবাইল এ্যাপস’ উদ্ভাবনের মত বিরল কৃতিত্বটি দেখিয়েছেন। তার এই এ্যাপসের মাধ্যমে প্রসূতি, কিশোরী ও শিশু থেকে শুরু করে প্রজনন সেবার ক্ষেত্রে সেবাদাতা ও সেবাগ্রহিতারা অভাবনীয় উপকার পাবেন। তারা ঘরে বসে এই এ্যাপসের বিভিন্ন শিরোনামে ঢুকে প্রয়োজনীয় সেবা প্রদান ও গ্রহণ করতে পারবেন। শরীফুল ইসলাম সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক। এ্যাপসটি আপাতত স্থানীয়ভাবে নিজেরা ব্যবহার ও প্রয়োগ করে এর সুফল যেমন পর্যবেক্ষণ করবেন, এর কোন ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে সেগুলিও চিহ্নিত করবেন। ক্রমান্বয়ে ত্রুটি ও অসম্পূর্ণতা দূর করে এর পূর্ণাঙ্গতা দিয়ে এ্যাপসটি জাতীয়ভাবে ব্যবহারের অনুমতি লাভ করবে। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে এ্যাপসের সেবা ও নানা কারিগরি দিক প্রদর্শন করে অতিথি ও প্রশিক্ষার্থীদের ধারণা দেয়া হয়েছে। তিন ব্যাচের প্রাক প্রাথমিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের এ্যাপসের ব্যবহারবিধি সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দেয়া হবে।

পরিবার পরিকল্পনা সহায়িকা মোবাইল এ্যাপ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষাণার্থীবৃন্দ। -পূর্বকণ্ঠ

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেছেন, সব এ্যাপসেই শুরুতে কিছু অসম্পূর্ণতা বা ত্রুটিবিচ্যুতি থাকে। ক্রমান্বয়ে সেগুলি উন্নত হতে থাকে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তাবায়নের অংশ হিসেবেই এসব এ্যাপস তৈরি করা হচ্ছে। ই-নথি, ই-নামজারি এ্যাপসেও অসম্পূর্ণতা ছিল। ক্রমশ এর উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, মা ও কিশোরীদের
প্রজনন স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। গর্ভের সন্তানের নিয়মিত পরীক্ষা করাতে হবে। চিকিৎসকের পরামর্শে মা ও গর্ভের শিশুর প্রয়োজনীয় যত্ন নিতে হবে। অনেক সময় দাইয়ের কারণে সন্তান প্রতিবন্ধী হতে পারে। আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে। এসব বিষয়ে সচেতন থাকতে হবে। এসডিজি’র তিন নম্বর গোলে সুস্বাস্থ্যের কথা বলা আছে। কাজেই সবাইকে এসব
বিষয়ে সচেতন থেকে দায়িত্ব পালন করতে হবে বলে তিনি দিকনির্দেশনা দিয়েছেন। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, দুই ভাইস-চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল।
পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম জোরদার করার ক্ষেত্রে জেলা প্রশাসক নানাভাবে সহায়তার মাধ্যমে অনবধ্য ভূমিকা রাখায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ তাকে অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছে। এছাড়া জেলা প্রশাসক পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মির হাতে ব্যাগ, এ্যাপ্রন ও ছাতা তুলে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *