• সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা অনাবৃষ্টিতে টিউবওয়েল অচল পানি পরীক্ষার ল্যাবও নেই কুলিয়ারচর স্টেশন থেকে টিকেটসহ কালোবাজারী আটক সৈয়দ নজরুল মেডিক্যাল শিক্ষার্থী আক্রান্তের ঘটনায় অধ্যক্ষের সংবাদ সম্মেলন কিশোরগঞ্জ জেলা চেম্বারের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রী ও পথচারীদের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চলমান তাপপ্রবাহে মারা যাচ্ছে খামারের মুরগি

কিশোরগঞ্জে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

কিশোরগঞ্জে উৎপাদনশীলতা
দিবস উপলক্ষে আলোচনা

# নিজস্ব প্রতিবেদক :-

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জে জুম প্রযুক্তিতে আলোচনা সভা হয়েছে। আজ ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, খামার বাড়ির উপ-পরিচালক মো. ছাইফুল আলম, কোর্ট পরিদর্শক চৌধুরী মিজানুজ্জামান, জেলা চেম্বার সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা ইট প্রস্তুতকারী সমিতির সভাপতি খালেকুজ্জানামান, উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, জেলা ব্র্যাক সমন্বয়কারী শফিকুল ইসলাম, জেলা নাসিবের সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকের কোভিড পরিস্থিতি মোকাবেলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে আছে এবং এগিয়ে যাচ্ছে, যা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। দেশে ১০০টির বেশি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। উৎপাদনশীলতাকে কাজে লাগিয়ে ইউরোপে শিল্প বিপ্লব সাধিত হয়েছে। বাংলাদেশে অগ্রগতির ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, কোভিড পরিস্থিতিতে কোন কোন ক্ষেত্রে সারা বিশ্বই পিছিয়ে গেছে। বাংলাদেশও পিছিয়ে গেছে। তবে সবাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করলে উৎপাদনশীলতা বাড়বে এবং দেশ এগিয়ে যাবে। অন্য বক্তাগণ বলেছেন, স্বল্প পুঁজিতে, স্বল্প খরচে, স্বল্প সময়ে উন্নতমানের পণ্য উৎপাদন করাটাই উৎপাদনশীলতা। তবে এর সঙ্গে বাজার ব্যবস্থাপনা এবং বহির্বিশ্বে পণ্য রপ্তানির দিকেও গুরুত্ব দিতে হবে। কেবল শিল্প খাত নয়, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, চাকুরি খাতসহ সর্ব ক্ষেত্রেই উৎপাদনশীলতার প্রশ্ন জড়িয়ে রয়েছে। এর সঙ্গে দেশাত্মবোধে উদ্বদ্ধ দেশবাসীর ঐক্যবদ্ধ প্রয়াস, যোগ্য নেতৃত্ব এবং সঠিক পরিকল্পনাও উৎপাদনশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ অনেক সূচকে এগিয়ে যাচ্ছে, যা উন্নত দেশগুলোর রাষ্ট্রনায়কেরাও উদাহরণ হিসেবে বলে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *