#মো. নাঈমুজ্জামান নাঈম :-
আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকেল ৫ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলমসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।সম্মেলন শুভ উদ্বোধন করবেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।