• সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান।
এ সময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর আহমেদ সৈকত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু ওবায়দা আলী, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমুখ। আলোচনা সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সারা বিশ্বে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে অনেকটাই এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ও বিজ্ঞান থেকে শিক্ষার্থীদের অনিহা দূর করতে সরকার বিজ্ঞান মেলার উদ্যোগ নিয়েছেন। সরকারের ২০৪১ সালের মধ্যে দেশকে একটি স্মার্ট ও উন্নয়নের সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান বিশ্লেষনের বিকল্প নেই।
আলোচনা শেষে ভৈরবে ১০টি স্কুল কলেজের শিক্ষার্থীদের আয়োজিত তাদের তৈরী বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *