• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল গণহত্যার বিচার ও সংস্কার ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণপদযাত্রা ভৈরবে সেনাবাহিনী ক্যাম্প ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি’র মহাসড়ক ব্লকেড কিশোরগঞ্জে ধানবীজ নিয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের, বিশেষজ্ঞের তদারকি বারণ কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ মিঠামইনের চার শতাধিক গরিব রোগীকে সেনা চিকিৎসকদের সেবা শোক সংবাদ : কবি আব্দুল হান্নান পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

ক্রিকেটার মাইকেল ক্লার্কের স্ত্রী এসেছিলেন জামদানি দেখতে

ক্রিকেটার মাইকেল ক্লার্কের স্ত্রী
এসেছিলেন জামদানি দেখতে

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের নিভৃত পল্লীতে গড়ে উঠেছে কয়েকটি জামদানি কারখানা। এখানকার শাড়ি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় ভারত, চীন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল ক্লার্কের স্ত্রীর জামদানির ব্যবসা আছে অস্ট্রেলিয়াতে। তিনি নিজের শোরুমের শাড়ির জন্য ২০২৩ সালে কিশোরগঞ্জে এসেছিলেন জামদানি কারখানা পরিদর্শনে। জানালেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর গ্রামের জামদানি কারখানার মালিক ফয়সাল মিয়া।
এই এলাকায় অন্তত ৬টি কারখানা রয়েছে। প্রতিটি কারখানায় এখন ঈদুল আযজহাকে সামনে রেখে চলছে শাড়ি তৈরির ধুম। এসব কারখানার অধিকাংশই প্রশিক্ষণ নিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া জামদানি পল্লীতে। কারও ২০ বছরের, কারও ১৫ বছরের, কারও ১০ বছরের প্রশিক্ষণ রয়েছে। বর্তমানে এরা কিশোরগঞ্জের বিভন্ন কারখানায় কাজ করছেন। এখানকার জামদানি শাড়ি প্রধানত রূপগঞ্জের জামদানি পল্লীতে সরবরাহ করা হয়।
ফয়সাল মিয়ার জামদানি কারখানায় গিয়ে দেখা গেছে, তিনি ও তাঁর ছোট ভাইসহ মোট ৬ জন কর্মী জামদানি শাড়িতে সুতা দিয়ে হাতে নানা রকম দৃষ্টিনন্দন নকশা বুনছেন। মেশিনের কাজ নেই বললেই চলে। কেবল শাড়ির জমিন তৈরি ছাড়া পুরো কাজটাই করতে হয় হাতে। একটি শাড়ি তৈরি করেন দু’জন মিলে। এখানে ১০ হাজার থেকে আড়াই লাখ টাকা দামের শাড়ি তৈরি হয়। একটি ভাল নকশার কাজের দামি শাড়ি তৈরি করতে লেগে যায় দেড় মাস।
ফয়সাল মিয়া ২০০৫ সালে গিয়েছিলেন রূপঞ্জের জামদানি পল্লীতে। সেখানে দীর্ঘদিন কাজ করে কিশোরগঞ্জে কারখানা দিয়েছেন ২০১৯ সালে। তাঁর সাথে কাজ করছেন ছোটভাই ওমর ফারুক। তিনিও প্রায় ১৫ বছর আগে রূপগঞ্জে গিয়ে কাজ শিখেছেন। এখন নিজেদের কারখানায় কাজ করছেন। সদর উপজেলার যশোদল এলাকার মো. আরমান ২০০৪ সালে রূপগঞ্জে গিয়ে কাজ শিখেছেন। দীর্ঘদিন সেখানেই কাজ করেছেন। চার বছর ধরে ফয়সালের কারখানায় কাজ করছেন। পার্শ্ববর্তী বিসিক এলাকার মাহতাব উদ্দিন ২০১৩ সালে রূপগঞ্জে কাজ শুরু করেন। এখন ফয়সালের কারখানায় কাজ করছেন চার বছর ধরে। ফয়সালের কারখানায় শুরু থেকেই কাজ করছেন একই এলাকার শাকিল মিয়া। তিনি এখানেই কাজ শিখেছেন।
পার্শ্ববর্তী নামা কামালিয়ারচর এলাকায় গিয়ে দেখা গেছে, আরমানের কারখানায় কাজ করছেন চারজন জামদানি কর্মী। এদের মধ্যে পার্শ্ববর্তী বিন্নাটি গ্রামের মিজানুর রহমান ১০ বছর আগে রূপগঞ্জে গিয়ে কাজ শিখেছেন। এখন আরমানের কারখানায় কাজ করছেন তিন বছর ধরে। বাজিতপুরের পিরিজপুর গ্রামের মো. তাইন মিয়া ১২ বছর আগে রূপগঞ্জের জামদানি পল্লীতে গিয়ে কাজ শিখেছেন। এখানে আড়াই বছর ধরে কাজ করছেন। হোসেনপুরের সিয়াম এখানে কাজ করছেন তিন বছর ধরে। পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার রকি মিয়াও আরমানের কারখানায় কাজ শিখে তিন বছর ধরে কাজ করছেন।
আরমানের কারখানার কর্মী তাইন মিয়া জানান, দেড় মাস কাজ করে একটি ভাল দামের শাড়ি তৈরি করে দু’জন কর্মী মজুরি পান ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। মালিক এসব শাড়ি রূপগঞ্জের জামদানি পল্লীর পাইকারি দোকানে সরবরাহ করেন। তিনি জানান, রূপগঞ্জের যে কারখানায় তিনি কাজ করতেন, সেই কারখানায় ভারতের নরেন্দ্র মোদি ৬ বছর আগে অর্ডার দিয়ে সাড়ে চার লাখ টাকা দামের একটি পাঞ্জাবি তৈরি করিয়ে নিয়েছিলেন। এছাড়া বিভিন্ন নেত্রী এবং অভিনেত্রীসহ বিশিষ্ট নারীরা তাঁদের পছন্দমত ডিজাইন দেখে অর্ডার দিয়ে শাড়ি তৈরি করিয়ে নেন।
সারা বছরই জামদানির চাহিদা থাকে। ফলে সারা বছরই কাজের ব্যস্ততা থাকে। তবে দুই ঈদ এবং হিন্দু সম্প্রদায়ের পূজার সময় চাহিদা অনেক বেড়ে যায়। তখন কাজের চাপও বেড়ে যায়। এছাড়া অনেকে বিয়ের জন্য বিশেষ ধরনের দামি শাড়ির অর্ডার দিয়ে থাকেন। কারখানায় বিভিন্ন কোয়ালিটির শাড়ির ডিজাইন রয়েছে। এগুলি দেখে চাহিদা অনুযায়ী অর্ডার হয়। বিদেশে রপ্তানির মধ্যে ভারতেই সর্বাধিক শাড়ি রপ্তানি হতো। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সাথে ব্যবসায় বেশ ভাটা পড়েছে বলে জামদানি কর্মীরা জানিয়েছেন। এসব জামদানি কারখানার সুতাসহ সকল কাঁচামাল রূপগঞ্জ থেকেই সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন ফয়সাল মিয়া ও তাইন মিয়া। কারখানাগুলো পল্লী বিদ্যুৎ এলাকায় হওয়ার কারণে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। যে কারণে কাজেও ব্যাঘাত ঘটে বলে তাঁরা জানিয়েছেন।
এদিকে জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল জানিয়েছে, কিশোরগঞ্জে জামদানি কারখানার কোন পরিসংখ্যান চেম্বারের কাছে নেই। তারাও কোন যোগাযোগ করে না। তিনি এখানে জামদানি শিল্পের প্রসার এবং সহায়তার জন্য একটি এনজিওকে রাজি করিয়েছিলেন। কিন্তু জামদানি কারখানার মালিকরা যোগাযোগ না করায় এনজিওটি চলে গেছে নরসিংদীতে। আগামীতে চেম্বারের সাথে যোগাযোগ করলে সহায়তা করা হবে বলে মুজিবুর রহমান বেলাল জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *