• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক করিমগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভৈরব পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক বিতরণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, কেন গণহারে সবাই আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসায় নির্মূল করা যাচ্ছে না তার কারণ এবং করণীয় সম্পর্কে জানুন ৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে ছেলের স্ট্যাটাস

রিয়াদ আহমেদ তুষারের ফেসবুকে দেওয়া মো. আবদুল হামিদের ছবি (সংগৃহীত)

আবদুল হামিদের বিদেশ
গমন নিয়ে ছেলের স্ট্যাটাস

# নিজস্ব প্রতিবেদক :-
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিকিৎসার্থে ব্যাংকক গমন নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। সারাদেশে আন্দোলন হয়েছে। আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। দলের নিবন্ধনও স্থগিত হয়েছে। এখনও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম লেখা বের হচ্ছে।
এরকম পরিস্থিতিতে আবদুল হামিদের সফরসঙ্গী ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার ১৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে থাইল্যান্ড থেকে তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর সাথে লুঙ্গি পরে হুইল চেয়ারে বসা অবস্থায় আবদুল হামিদের একটি ছবিও দিয়েছেন। এটি বেশ ভাইরাল হয়েছে। বিভিন্নজন শেয়ারও করছেন। তুষারের স্ট্যাটাসটি তাঁর বানান ও বাক্য বিন্যাস ঠিক রেখে এখানে দেওয়া হলো।
শিরোানামে তিনি লিখেছেন, ‘এরকম একটি পোষ্ট দিবার জন্য দুঃখিত’।
এরপর নিচে লিখেছে, “৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাড়িয়ে থাকতে পারেছেন না, ২ ঘন্টা বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে বিছানায় শুয়ে পরেন। ওজন কমতে কমতে ৫৪ কেজিতে দাড়িয়েছে, যে কারণে নিজের কোন প্যান্ট পড়তে পারছেন না বাধ্য হয়েই লুঙ্গি পরে থাকতে হচ্ছে। যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য।
যিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্যে বলেছেন যে উনি আর পলিটিক্সের সাথে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সাথে কোনভাবে জড়িত হননি। আবার, যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন।
অথচ এ ঘটনাটাকেই এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত। বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক। সকলেই দুয়া করবেন যেন তিনি সুস্থ্য হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ।
আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার উপর পরুক। আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করে তবে তাদের সবার উপর আল্লাহর লানত পরুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।”
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানার সাথে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে তিন নম্বর আসামি করে ১২৪ জনের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় একটি মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালত থেকে কোন গ্রেপ্তারি পরোয়ানা বা বিদেশ গমনে কোন নিষেধাজ্ঞা জারি হয়নি। এমতাবস্থায় গত ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারলাইন্সের একটি বিমানযোগে চিকিৎসার জন্য আবদুল হামিদ ব্যাংকক গেছেন। সাথে ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার ও আবদুল হামিদের শ্যালক ডা. আ.ন.ম নৌশাদ খানও গেছেন। এ ঘটনায় আলোড়ন শুরু হলে সরকার কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করেছে।
আবদুল হামিদের বিদেশ গমনের জন্য দায়ীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিসমূহ আন্দোলন করেছে। আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম ১০ মে রাতে সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করেছে। এ বিষয়ে সরকার ১২ মে গেজেট প্রকাশ করলে এদিন রাতেই নির্বাচন কমিশন সভা করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *