# দিলোয়ার হোসাইন :-
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য পীর হাবিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। ৩ মে শনিবার দুপুর ১টায় সিলেটে পীর হাবিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. কামরুল ইসলাম, গোলজার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, ফখর উদ্দিন আহমেদ খোকন, শ্যামল কপালি, জোনায়েদ মিয়া, পীযুষ কান্তি, শোভাস দাস, আজিজুর রহমান খোকন, শংকর পালসহ গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা।