# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের শ্বাশুড়ী বাণী রানী ঘোষ (৬৭) ৪ জুলাই শুক্রবার দিবাগত রাতে হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া বাসায় বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।