• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বর্ষা -গীতা রাণী ঘোষ

বর্ষা

-গীতা রাণী ঘোষ

গ্রীষ্মের প্রচণ্ড তাপ দাহে
দহণ সহে, রুক্ষ প্রকৃতি
বর্ষার পরশে সজীব দেহে,
ফিরে পায় যেন গতি।
তৃষ্ণার্ত বিবর্ণ পাতা ঝরা
বৃক্ষ-লতা হয়ে পল্লবীত
করে সুখে যৌবন ক্রীড়া,
ফোটায় পুষ্প সুরভিত।
শুষ্ক নদী,খাল-বিলে,
আসারের নতুন সলিল পেয়ে,
জলজ উদ্ভিদ-প্রাণিকুলে
নাচে সানন্দে গান গেয়ে।
বহু দিন দমে থাকা,
শীর্ণ শাপলা গাছের মূল,
বর্ষার রসে ছড়ায়ে শাখা
অল্প দিনে ফোটায় ফুল।
ফোটে জলে-স্থলে কুন্দ,
কদম, কামিনী, চাঁপা, জুঁই,
টগর, বেলী, শালুক ও পদ্ম
বাড়ায় শোভা ছড়ায় গন্ধ সেই।
নিয়মিত বৃষ্টির অঝর ধারায়,
মাঠ-ঘাট পানিতে ভরে।
বজ্র বিজলী ঢোল পিটায়
বেরুনো যায় না বাইরে।
ছোট বড় পালের নৌকায়
যাত্রী-মাল বোঝাই করে,
দূর-দূরান্তে মাঝি যায়,
মুখে ভাটিয়ালী গান ধরে।
অতি বৃষ্টি বন্যা আনে
শ্রমজীবী থাকে অনাহারে।
পলি ফেলে যায় প্লাবণে,
কৃষক ফসলে গোলা ভরে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *