• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন |
  • English Version

কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

# কুলিয়ারচর সংবাদদাতা :-
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।
১৮ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এ আকর্ষনীয় বৈচিত্রময় প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের এলইইউ ডা. তারেক।
দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার মোট ৩৫টি স্টল নিয়ে খামারী ও প্রযুক্তি ব্যবসায়ী এবং সরবরাহকারীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পোল্ট্রি ফিড এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আকবর খান, উপজেলা দুগ্ধ খামার এসোসিয়েশনের সভাপতি শাহ নবী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
প্রদর্শণীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়ের স্টল, উন্নত জাতের মহিষের স্টল, উন্নত জাতের ছাগল ভেড়ার স্টল, উন্নত জাতের হাঁস মুরগীর স্টল, বিভিন্ন শৌখিন পাখি ও প্রাণি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, খরগোশ, বিড়াল, টারকি, কোয়েল ও ঘোড়া প্রভৃতি) স্টল, বিভিন্ন প্রাণি প্রযুক্তির স্টল, দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই ঘি ছানা ইত্যাদি) স্টল, বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্য দিয়ে স্টল সাজিয়েছেন খামারী, প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা।
অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *