• বুধবার, ০১ মে ২০২৪, ০৯:২১ অপরাহ্ন |
  • English Version

নারী মুক্তিযোদ্ধা ইলা রাণীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

বীর মুক্তিযোদ্ধা ইলা রাণীকে (ইনসেটে ছবি) রাষ্ট্রীয় মর্যাদা জানানো হচ্ছে -পূর্বকণ্ঠ

নারী মুক্তিযোদ্ধা ইলা রাণীর
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ পৌরসভার সতাল এলাকার নারী মুক্তিযোদ্ধা ইলা রাণী রায় (৮২) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে নিজ বাসায় মারা গেছেন। নিঃসন্তান ইলা রাণী মৃত্যুকালে একমাত্র অবিবাহিত বোন মলিনা রাণী রায়কে (৭৫) রেখে গেছেন।
আজ ১৫ মার্চ শুক্রবার সকালে তাঁর কফিন জাতীয় পতাকায় আবৃত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর চৌকস পুলিশ বাহিনীর সশস্ত্র সালামের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া। এসময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, ভূপাল নন্দী ও মধাব গোবিন্দ দাস উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদাশেষে পার্শ্ববর্তী শ্মশানে ইলা রাণীর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। ইলা রাণীর স্বর্গীয় স্বামী নেত্রকোণার সুকুমার ভাওয়াল বৃটিশ আমলে টংক আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন কারাবাস করেছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *