# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মার্চ রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম খান, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।