# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শীতকালীন নানা ধরনের বাহারি পিঠাপুলির কালেকশন নিয়ে ৫ দিনব্যাপি উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব জমে উঠেছে। গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পৌরশহরের হিরো মোটরসাইকেল শো-রুম সংলগ্ন গেন্দু মেম্বার মার্কেটে এ মেলার আয়োজন করা হয়। ভয়েস অব পাকুন্দিয়া নামের একটি অনলাইন ভিত্তিক গ্রুপ এ মেলার আয়োজন করেছে। মেলা চলবে ৫ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত।
৫ দিনব্যাপি উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে ২০টি স্টল স্থান পেয়েছে। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের সেলফি, আড্ডা আর আনন্দ উল্লাসসহ সব মিলিয়ে মেলার পরিবেশ জমিয়ে রেখেছে। মেলায় বাহারি শীতকালীন পিঠার স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের দেশী-বিদেশী ফুল-ফলের চারা ও পোশাক বিক্রয়ের স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এ মেলা। এছাড়াও মেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করেছে আয়োজক কমিটি।
ভয়েস অব পাকুন্দিয়া নামের অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন এসএম রায়হান জানান, আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য আর তরুন উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরতে মূলত এ উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিনামূল্যে প্রতিবন্দ্বীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, গরীব রোগীদেরকে অর্থ প্রদান, বৃক্ষরোপন, শীতবস্ত্র, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম আমরা এ অনলাইন গ্রুপ থেকে নিয়মিত করে আসছি। আগামিতেও মানব কল্যাণে সব ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে।