# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জানুয়ারি বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বাজিতপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আবু বক্কর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান, বাজিতপুর উপজেলা মসজিদের ইমাম হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা ওয়েজ উদ্দন প্রমুখ ।
প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে প্রধান অতিথি ৩টি শাখা (ক) (খ) (গ) বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সনদপত্র তুলে দেন।