• শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২৫ অপরাহ্ন |
  • English Version

হলুদ মাঠে কৃষকের হাসি, যতদূর চোখ যায়

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিভিন্ন ব্লকসহ জগদল ব্লকের বিলচাতল, নান্দানিয়াসহ কয়েকটি এলাকায় কৃষকের চাষ করা সরিষার মাঠ হলুদ রং ছোঁয়ায় ভরে গেছে। ফুলে ফুলে ভরে গেছে পুরো মাঠ। মৌ মৌ গন্ধে ফুলের ডগায় দোল খাচ্ছিল মৌমাছিরা। সরিষা চাষে খরচ এবং শ্রম কম লাগে, উভয়ই সুবিধা থাকায় সরিষা চাষে দিন দিন চাষীদের আগ্রহ বাড়ছে। জগদল ব্লকের কৃষক মুনসুর, আবুল কালাম, কাজিম, পারভীন, বেতার এরা বলেন, আমরা আগে সরিষা চাষ করতাম না। এ বছর কৃষি অফিসের পরামর্শে আমরা এক সাথে সরিষা আবাদ করি।
জগদলের ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মুদাসিল হায়দার আলমগীর বলেন, বিগত কয়েক বছর আগেও বিলচাল, নান্দানিয়া মাঠে সরিষার আবাদ ছিল না, বর্তমান সরকার তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে। তাই কৃষকদের সহযোগিতায় উঠান বৈঠক, বিভিন্ন মিটিং ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় সরিষার আবাদ বাড়ছে।
জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির বলেন, এ উপজেলায় বিভিন্ন ব্লকে সরিষা আমাদের লক্ষ্য মাত্রা ছেয়ে বেশি আবাদ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *