• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন |
  • English Version

নিম্নচাপের বৃষ্টিতে আমনের ক্ষতির শঙ্কা দুর্ভোগে শ্রমজীবী মানুষ

হোসেনপুরের গোবিন্দপুরে কেটে রাখা আমন জমির চিত্র -পূর্বকণ্ঠ

নিম্নচাপের বৃষ্টিতে
আমনের ক্ষতির শঙ্কা
দুর্ভোগে শ্রমজীবী মানুষ

# নিজস্ব প্রতিবেদক :-
নিম্নচাপ মিধিলির প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে কিশোরগঞ্জে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও চলছে। শুক্রবার এমনিতেই রাস্তাঘাটে লোকজন ও যানবাহন কম থাকে। এর ওপর বৃষ্টির কারণে এখন রাস্তাঘাট একেবারেই ফাঁকা। যানবাহন নেই বললেই চলে। বাসাবাড়ির কাজ আর জমির কাজসহ দিনমজুরদের সব ধরনের কাজই বন্ধ। ফলে কর্মহীন দিন পার করছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষেরা। দোকানপাটও অধিকাংশই বন্ধ। বাজারেও লোকজন নেই।
এই বৃষ্টিতে আমন ধান এবং শাকসবজির বেশ ক্ষতি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হোসেনপুর উপজেলার গোবিন্দপুরের খায়রুল ইসলাম জানিয়েছেন, এখন অনেকেই পাকা আমন ধান কেটে জমিতে বিছিয়ে রেখেছিলেন শোকানোর জন্য। এগুলির চরম ক্ষতি হবে। এছাড়া যেসব জমির ধান পেকে আছে, বৃষ্টি আর বাতাসে এসব ধানগাছ জমিতে বিছিয়ে পড়ে যাচ্ছে। জমিতে পানি জমে থাকলে এসব ধানেরও ক্ষতি হবে। আবার বিছিয়ে পড়ে থাকা ধান কাটতেও সমস্যা হবে। এছাড়া যেসব জমিতে আলু রোপন করা হয়েছে, মরিচের বীজ বপন করা হয়েছে, সেগুলি পচে যাবে। জেলা খামার বাড়ির উপপরিচালক মো. আব্দুস সাত্তারও শাকসবজির বেশি ক্ষতি হবে বলে মনে করছেন। তবে বৃষ্টির পানি ধানের জমিতে জমে না থাকলে আমন ধানের বেশি ক্ষতি হবে না। তবে যেসব ধান কেটে জমিতে বিছিয়ে রাখা হয়েছে, এগুলি নিয়ে কৃষকদের কিছুটা সমস্যায় পড়তে হবে বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *