# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক ঈশাখাঁ সাহিত্যপত্রের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাহিত্য আড্ডার আয়োজন করে সংগঠনটি।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন, জেলা বেসরকারী গণগ্রন্থাগারের সভাপতি মো. রুহুল আমীন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সহ-সভাপতি তরিকুল হাসান শাহীন, সাংবাদিক হুমায়ূন কবীর প্রমুখ।
কবি ওয়াজেদ নবীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কবি আসিফুজ্জামান খন্দকার, গোলাপ আমিন, আঞ্চলিক কবি শেখ নজরুল ইসলাম, কবি আবদুর রহমান, সাজিদুল ইসলাম সেলিম, কবি ও গীতিকার মর্তুজা জামাল, আল আজাদ, হামিদুর রহমান, আমিন সাদিক, মুখলেছুর রহমান আকন্দ, জিয়াউল হক বাতেন, এম হাবিবুর রহমান, মলং আলীমুর বারী রাজিব, নূর মোহাম্মদ রাছেল, আলমগীর অলিক, রফিকুল ইসলাম খোকন, রুহুল আমীন কিশোরী, সুমন সরকার প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠাপোষকতায় ছিলেন ঈশাখা সাহিত্যের সাধারণ সম্পাদক আফসার আশরাফী।
আলোচনা সভা শেষে স্বরচিত কবিতা, গান, ছড়া আবৃত্তি করেন কবি ও ছড়াকাররা।