• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি দিলিপ রবিদাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন সূত্রধর, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অন্তর চন্দ্র সরকারসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি পালনে পৌর শহরের শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভা, প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *