# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে আইডিয়েল স্কুলে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়েছে। আজ ২ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনটি সমাপ্তি ঘটে।
প্রথমদিন কবিতা আবৃত্তি, দ্বিতীয়দিন চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা ও সমাপনী দিনে গান, নাচ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
স্কুল হলরুমে সমাপনী অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিশু সংগঠক সাবেক অধ্যক্ষ শরীফ আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ আবুল বাসেদ, ভৈরব শিল্পকলা পরিষদ সভাপতি অধ্যাপিকা সাজেদা বাসেদ, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহ্, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রথম আলো ভৈরব অফিস নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ভৈরব বইমেলা পরিষদ সভাপতি মতিউর রহমান সাগর, ভৈরব সরকারি হাজী আসমত কলেজ প্রভাষক লুবনা হক, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ প্রভাষক মারুফ আহমেদ, আবৃত্তি শিল্পী ফারহানা বেগম লিপি, ব্যাংক কর্মকর্তা ইলোরা আক্তার, শিক্ষক নজরুল ইসলাম রিপন, দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল প্রতিষ্ঠাতা ও ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, প্রতিষ্ঠাতা ডা. মো. হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা রাফিউল আলম মঈন, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। ।
৩ দিন ব্যাপী সাংস্কৃতিক সপ্তাহে আইডিয়েল স্কুলে ৭টি ইভেন্টে শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। ৭টি ইভেন্টে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীসহ বেশ কয়েকটি শান্তনা পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মনন মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এ সময় বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি কঠোর নজরদারী ও সযত্নে বাড়িতে শিক্ষাচর্চা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।