# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৯নং মধ্য মান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার মো. সেলিম সামাদ। তিনি উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের সারোয়ার হোসেনের পুত্র এবং বাংলাদেশ কৃষি ব্যাংক পাকুন্দিয়া শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত। এ উপলক্ষে ২৪ আগস্ট বৃহস্পতিবার বিদ্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য হালিমা আক্তার।
এ সময় বুরুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শরীফুল আলম ও মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে বিদ্যালয় সভাকক্ষে নির্বাচনের মাধ্যমে মো. সেলিম সামাদ ছয় ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেদুয়ান চার ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে ১১ জন ভোটারের মধ্যে ১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত সভাপতি মো. সেলিম সামাদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে গর্বিত মনে হচ্ছে। তিনি এলাকার সকলের সহযোগিতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানান।