• বুধবার, ০১ মে ২০২৪, ০৮:১১ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উদ্ভাবক মোহাম্মদ আবদুর রশিদ

# নিজস্ব প্রতিবেদক :-
জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ জেলার উদ্ভাবনী আইডিয়া বাছাই প্রতিযোগিতা ২০২৪ শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত হলেন ভৈরব উপজেলার কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুর রশিদ। “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা।” বিনির্মাণে কিশোরগঞ্জ জেলায় উদ্ভাবনী আইডিয়া বাছাই প্রতিযোগিতা উপলক্ষে ২ এপ্রিল মঙ্গলবার পিটিআই কিশোরগঞ্জ এ ১৩টি উপজেলার উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উদ্ভাবনী আইডিয়া বাছাই পর্বে অংশগ্রহণ করেন। কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা খানম, জেলা প্রাথমিক অফিসার মজিব আলম ও কিশোরগঞ্জ পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট নয়ন কুমার প্রামানিক আইডিয়ার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করেন। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রেষ্ঠ উদ্ভাবক হিসেবে মোহাম্মদ আবদুর রশিদ এর নাম ঘোষণা করেন। মোহাম্মদ আবদুর রশিদ এর আগেও ভৈরব উপজেলায় ২০১৮ সালে পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন এবং ২০২২ সালে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৮ সালে শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতার কৃতিত্ব অর্জন করেন এবং কিশোরগঞ্জ জেলা অ্যাম্বাসেডর ও ভৈরব উপজেলা প্রাথমিক বিদ্যালয় আইসিটি কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ও পড়াশুনার মান বৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। মোহাম্মদ আবদুর রশিদ ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন এবং ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করে অদ্যাবধি দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। মোহাম্মদ আবদুর রশিদ জেলা পর্যায়ে প্রাথমিকের শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনসহ তার সহকর্মীবৃন্দ তাকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *