• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হোসেনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেপ্তার বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথ সভা শেষে ফের যাত্রা শুরু আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

শিক্ষা পাতা : ৫ম শ্রেণির জ্যামিতি (বৃত্ত)

১। বৃত্তচাপ : পরিধির একটি অংশকে বৃত্তচাপ বলে।
২। বৃত্ত : একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে কোনো চলমান বিন্দুর সঞ্চারপথকে বৃত্ত বলে।
৩। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ।
৪। পরিধি : যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ তাকে পরিধি বলে।
৫। কেন্দ্র : যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আবর্তিত হয় তাকে কেন্দ্র বলে।
৬। বৃত্তের কেন্দ্রে মোট ৩৬০ ডিগ্রি কোণ আছে।
৭। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে।
৮। ব্যাস : বৃত্তের কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা।
৯। ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। একটি বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান।
১০। ব্যাসার্ধ : বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে।
১১। একটি বৃত্তের ব্যাস ৫ সে.মি. হলে ব্যাসার্ধ ২.৫ সে.মি।
১২। জ্যা : একটি বৃত্তচাপের শেষ প্রান্তবিন্দু দুটির সংযোজক রেখাকে জ্যা বলে।
১৩। একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে ব্যাসার্ধ ৩ সে.মি.।
১৪। ব্যাসার্ধ ২ সে.মি হলে কেন্দ্র থেকে বক্ররেখার উপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব ২ সে.মি.।
১৫। বৃত্তের বৃহত্তম জ্যা ৪ সে.মি. হলে ব্যাস ৪ সে.মি.।
১৬। প্রত্যেক জ্যা বৃত্তকে ২টি চাপে বিভক্ত করে।
১৭। একটি বৃত্তের ব্যাস ৪.৮ সে.মি. হলে ব্যাসার্ধ ২.৪ সে.মি।
১৮। ৪ সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব হবে ২ সে.মি.। ১৯। একটি বৃত্তে অসংখ্য ব্যাস আঁকা সম্ভব।
২০। বৃত্তের ব্যাসের অপর নাম হলো বৃহত্তম জ্যা।
২১। পেনসিল কম্পাসের কাঁটা কোনো কেন্দ্রে স্থাপন করে পেনসিলকে ঘুরিয়ে আনলে যে গোল আকৃতি পাওয়া যায় তাকে বৃত্ত বলে।
২২। বৃত্তের ভেতরে যে নির্দিষ্ট বিন্দু থেকে পরিধির উপরের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান তাকে কেন্দ্র।
২৩। যে আবদ্ধ বক্ররেখা বৃত্তের কেন্দ্র হতে সমান দূরে তা পরিধি।
২৪। বৃত্তের পরিধির যে কোনো বিন্দু কেন্দ্র হতে সমান দূরবর্তী।
২৫। যে আবদ্ধ বক্ররেখার প্রত্যেক বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে তা বৃত্ত বলে।
ফাহমিদা সুলতানা নিঝুম
পরিচালক
ঐশী একাডেমিক কেয়ার
মতিঝিল, ঢাকা-১০০০।
প্রাক্তন ছাত্রী : ডা: আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *