• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (শেষ পর্ব); সংকলনে : ডা. এ.বি সিদ্দিক হোসেনপুরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করছেন সৈয়দা জাকিয়া নূর এমপি সামসুল ইসলাম করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলিয়ারচরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসে র‌্যালি কুলিয়ারচরে মহান মে দিবসে সিএনজি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি ও সভা অবশেষে গ্রেপ্তার হলো আলোচিত বাল্কহেডের চালক ভৈরবে নূরানী কয়েল ফ্যাক্টরীতে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার হোসনপুরে শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরণ শতাধিক দুর্ঘটনায় অর্ধডজন প্রাণহানি; হোসেনপুরে তিন রাস্তার সংযোগস্থল যেন মরণফাঁদ

সৈয়দ নজরুলের মেয়ে হওয়ায় ১৭টি ইন্টারভিউ দিয়েও চাকরি পাইনি ———– ডা. জাকিয়া নূর এমপি

বক্তব্য রাখছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি -পূর্বকণ্ঠ

সৈয়দ নজরুলের মেয়ে
হওয়ায় ১৭টি ইন্টারভিউ
দিয়েও চাকরি পাইনি
———– ডা. জাকিয়া নূর এমপি

# নিজস্ব প্রতিবেদক :-
জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. জাকিয়া নূর লিপি এমপি এক সময়ের কষ্টকর জীবনের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘বিএনপি সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ ১৭ জায়গায় ইন্টারভিউ দিয়েও কোথাও চাকরি পাইনি। আমি ১৯৯০ সনে এমবিবিএস পাশ করে ১৯৯১ সনে ইন্টার্নি শেষ করে ১৭ জায়গায় ইন্টারভিউ দিয়েছি। কিন্তু সৈয়দ নজরুল ইসলামের মেয়ে বলে একটি ক্লিনিকেও আমার চাকরি হয়নি। এমনই দুঃসময় গেছে আমাদের জীবনে। পরে বড়ভাই সৈয়দ আশরাফুল ইসলামের পরামর্শে ১৯৯৪ সালে উচ্চ শিক্ষার্থে লন্ডনে চলে যাই’। তিনি আজ (২ এপ্রিল) রোববার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। তিনি বলেন, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের ধারায় দেশ অনেক দূর এগিয়ে যাবে।
এমপিকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘আপনি বর্তমান এমপি। আগামী নির্বাচনেও হয়ত আপনি মনোনয়ন দাবি করবেন। কিন্তু আপনার বড়ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম আপনার আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠে নেমেছেন। তাহলে আপনাদের পরিবারে মনোনয়ন নিয়ে কি কোন সমঝেতা বা ঐক্য নেই?’ এর জবাবে এমপি বলেন, ‘আমাদের পরিবারে সকল সদস্যের মধ্যেই সুসম্পর্ক আছে। অবশ্য যে কারও মনোনয়ন চাওয়ার অধিকার আছে। তবে মনোনয়ন দেবেন দলের সভানেত্রী। তিনি যাকে ভাল মনে করবেন, তাঁকেই মনোনয়ন দেবেন। আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীরা দুই বোন। বর্তমানে তিন ভাইসহ আমারাও দুই বোন। প্রধানমন্ত্রী আমাদের স্নেহ করেন। তিনিই সব বিবেচনা করবেন।’
এমপি এলাকার উন্নয়নের বিষয়ে সকলের পরামর্শ প্রত্যাশা করেন। করোনায় আড়াই বছরের লকডাউনের সময় সবার সঙ্গে সহজে দেখাসাক্ষাত করা সম্ভব হয়নি। তবে আগামীতে সবার সঙ্গে এভাবে মতনিবনিময় করবেন এবং সবাইকে নিয়ে এলাকার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। সাংবাদিক সাইফুল হক মোল্লার সভাপতিত্বে ছড়াকার জাহাঙ্গীর আলম জাহানের উপস্থাপনায় মতবিনিময় অনুষ্ঠানে দলের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *