• সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা অনাবৃষ্টিতে টিউবওয়েল অচল পানি পরীক্ষার ল্যাবও নেই কুলিয়ারচর স্টেশন থেকে টিকেটসহ কালোবাজারী আটক সৈয়দ নজরুল মেডিক্যাল শিক্ষার্থী আক্রান্তের ঘটনায় অধ্যক্ষের সংবাদ সম্মেলন কিশোরগঞ্জ জেলা চেম্বারের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রী ও পথচারীদের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চলমান তাপপ্রবাহে মারা যাচ্ছে খামারের মুরগি

কিশোরগঞ্জ জেলা পরিষদে জনপ্রতিনিধি হলেন যারা

কিশোরগঞ্জ জেলা পরিষদে
জনপ্রতিনিধি হলেন যারা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। এই পদে ৫জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তিনি চশমা প্রতিকে পেয়েছেন ৯৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেণু আনারস প্রতিকে পেয়েছেন ২৫৮ ভোট। জিল্লুর রহমান এর আগেও জেলা পরিষদে দু’বার প্রশাসক ও একবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। জেলা পরিষদের ১৯ জনপ্রতিনিধির মধ্যে সোমবার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যানসহ ১৫ জন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ জন সদস্য।
ভোটের মাধ্যমে ১৩টি সাধারণ ওয়ার্ডে সদস্য হয়েছেন ১ নং ওয়ার্ডে (সদর উপজেলা) মো. মোজাম্মেল হক, ২ নং ওয়ার্ডে (হোসেনপুর) মাসুদ আলম, ৩ নং ওয়ার্ডে (পাকুন্দিয়া) মো. শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে (কটিয়াদী) মো. কামরুজ্জামান, ৬ নং ওয়ার্ডে (তাড়াইল) আলহাজ্ব একেএম স¤্রাট, ৭ নং ওয়ার্ডে (ইটনা) বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ৯ নং ওয়ার্ডে (অষ্টগ্রাম) ফজলুল হক হায়দারী, ১০ নং ওয়ার্ডে (নিকলী) আলহাজ্ব মো. আবু তাহের, ১১ নং ওয়ার্ডে (বাজিতপুর) বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ১২ নং ওয়ার্ডে (ভৈরব)  দুই প্রার্থী জাকির হোসেন কাজল ও কাউছার আহমেদ ভূইঁয়া সমান ভোট পেয়েছেন। তারা  ৫১টি করে ভোট পেয়েছেন। মঙ্গলবার তাদের মধ্যে একজনকে লটারীর মাধ্যমে বিজয়ী করা হবে। পরে লটারীর মাধ্যমে জাকির হোসেন কাজল কে বিজয়ী ঘোষণা করা হয়। এবং ১৩ নং ওয়ার্ডে (কুলিয়ারচর) আব্দুস সাত্তার মাস্টার। এছাড়া সাধারণ ওয়ার্ড নং ৫ (করিমগঞ্জ) থেকে সোহাগ মিয়া এবং ৮ নং ওয়ার্ড (মিঠামইন) থেকে বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ৫টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের মধ্যে ভোটে নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে (সদর-হোসেনপুর-পাকুন্দিয়া) কামরুন্নাহার লিপি, ২ নং ওয়ার্ডে (করিমগঞ্জ-তাড়াইল) মোছা. সেলিনা খানম, ৩ নং ওয়ার্ডে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) নাছিমা আলম এবং ৪ নং ওয়ার্ডে (ভৈরব-কুলিয়ারচর-কটিয়াদী) আসমা আহমেদ। এছাড়া ৫ নং ওয়ার্ড (নিকলী-বাজিতপুর) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইয়াছমীন আক্তার। নির্বাচনে মোট ১ হাজার ৫৪৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫৩৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *