• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মেডি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন হোসেনপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন কাজী আছমা কুলিয়ারচর স্টেশন থেকে ১৯টি ট্রেনের টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক কিশোরগঞ্জে শিলাবৃষ্টি সন্তানদের সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধের এক শহীদের বাড়ি দখলের অভিযোগ গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল

কিশোরগঞ্জে ১৬ সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের সাড়ে ১৩ লাখ টাকা

বক্তব্য রাখছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ১৬ সাংবাদিক
পেলেন কল্যাণ ট্রাস্টের
সাড়ে ১৩ লাখ টাকা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলার ১৬ জন সাংবাদিকের মাঝে সাড়ে ১৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আজ ২৯ জুলাই শুক্রবার বেলা ১২টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য কুদ্দুস আফ্রাড ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংবাদিক আহমেদ উল্লাহ, মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, লুৎফর রশিদ রানা ও আলম সারোয়ার টিটু।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এসব আর্থিক সহায়তাকে কেউ করুণা হিসেবে মনে করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের অধিকার হিসেবে এসব অর্থ দিচ্ছেন। শেখ হাসিনা মানবতার মা। তবে আপনাদেরকে সবসময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কলম ধরতে হবে। ন্যায়ের পক্ষে কলম ধরতে হবে। আজকে স্বাধীনতার ৫০ বছর পরও দেশ স্বাধীনতার পক্ষে-বিপক্ষে দু’টি শিবিরে বিভক্ত। এটি অত্যন্ত দুঃখজনক। পঁচাত্তরের পর দেশকে উল্টোপথে পরিচালনা করা হয়েছে।
সুভাষ চন্দ বাদল সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ব্রেইনচাইল্ড’ আখ্যা দিয়ে বলেন, ২০১৪ সালে এটি প্রতিষ্ঠার পর থেকে ৯ হাজার ৬৫২ জন সাংবাদিককে ৩০ কোটি ৪২ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রী প্রণোদনা হিসেবে কল্যাণ ট্রাস্টকে সাড়ে ১৩ কোটি টাকা দিয়েছেন। তখন ৩ হাজার ৬৩৪ জন সাংবাদিককে প্রণোদনা দেয়া হয়েছে। তিনি বলেন, অনেক মিডিয়া ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে। পরে আবার ক্ষমা চেয়ে সেই সংবাদ প্রত্যাহারও করে। কাজেই সংবাদ পরিবেশনের আগে তথ্যটি যাচাই করে নেয়া উচিত।
কুদ্দুস আফ্রাড বলেন, এর আগে আমরা কোন সাংবাদিকের আপদে বিপদে প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে সাক্ষাতৎ করে সহায়তা চাইতাম। তিনি অকৃপণভাবে সহায়তা দিতেন। কিন্তু সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠিত হবার পর এখন আমরা সারাদেশের সাংবাদিকেদের বিপদে সহায়তা দিতে পারি। একজন সাংবাদিক চিকিৎসার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা সহায়তা পান। আবার কোন সাংবাদিক মারা গেলে তার পরিবার আবেদন করলে তিন লাখ টাকা দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, অন্যান্য পেশার মত করোনার সময় সাংবাদিকরাও সহায়তা পেয়েছেন। তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে তখন করোনা সংক্রান্ত খবর সংগ্রহ করে দেশবাসীকে জানিয়েছেন, তথ্য দিয়ে সরকারকে সহায়তা করেছেন। প্রধানমন্ত্রী প্রবাসীদের সন্তানদেরও শিক্ষাবৃত্তি প্রদান করছেন। ফলে নানা শ্রেণীর মানুষকে নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *