র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী নাসির -পূর্বকণ্ঠ
কুলিয়ারচর থেকে এক হাজার পিস ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক হাজার ৫৯০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ বুধবার (৯ মার্চ) বেলা দেড়টার দিকে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব ইয়াবা ও টাকাসহ পার্শ্ববর্তী ভৈরবের চন্ডিবেড় দক্ষিণপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে নাসির মিয়াকে (৪৯) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, নাসির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।