ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম রানা, নির্বাচন অফিসার প্রলয় কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের অহিংস রাজনীতির প্রবাদ পুরুষ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকীতে তার স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়।