• রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা অনাবৃষ্টিতে টিউবওয়েল অচল পানি পরীক্ষার ল্যাবও নেই কুলিয়ারচর স্টেশন থেকে টিকেটসহ কালোবাজারী আটক সৈয়দ নজরুল মেডিক্যাল শিক্ষার্থী আক্রান্তের ঘটনায় অধ্যক্ষের সংবাদ সম্মেলন কিশোরগঞ্জ জেলা চেম্বারের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রী ও পথচারীদের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চলমান তাপপ্রবাহে মারা যাচ্ছে খামারের মুরগি

ভৈরবে বিষ প্রয়োগে মাছ নিধন

ভৈরবে বিষ
প্রয়োগে মাছ নিধন

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে পুকুরের পানিতে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরে এই অমানবিক ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কে বা কারা পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে। ফলে আজ ১৫ জুন মঙ্গলবার সকালে নানা জাতের মাছ মরে ভেসে ওঠে।
স্থানীয়রা জানায়, ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া মহল্লার আক্কাস মিয়া গত বছর তার পুকুরে তেলাপিয়া, সিলভার ও শিং মাছসহ নানা জাতের পোনা ছাড়েন। আজ মঙ্গলবার পুকুর থেকে মাছগুলো জাল দিয়ে মারার কথা ছিল। কিন্তু সকালে পুকুরের পানি মাছ মরে ভেসে ওঠতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে আক্কাস মিয়া পুকুর পাড়ে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী আক্কাস মিয়ার দাবী, এলাকায় তার কোন শত্রু নেই। তবে জায়গা-সম্পত্তির নিয়ে তার সৎ ভাই-ভাতিজাদের সঙ্গে বিরোধ রয়েছে। ফলে তারা আক্কাস মিয়াকে নানাভাবে লাঞ্ছিত করে আসছে। তার ধারণা আজকের এই কাজ তারাই (সৎ ভাই-ভাতিজা) করতে পারে। তিনি আরও জানান, পুকুরের পানিতে বিষ প্রয়োগে তার প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে আক্কাস মিয়ার সৎ ভাই-ভাতিজাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম জানান, কে বা কারা রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করেছে তা বলতে পারবো না। তবে আমরা জানি দীর্ঘদিন ধরে আক্কাসের সৎ ভাই ইউনুসের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।
এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *