# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর চরম ভোগান্তির উপলক্ষ হয়ে বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই কাদাজলে সয়লাব হয়ে যায়। বাইসাকেল, রিকশা, অটোরিকশা তো দূরের কথা, পথচারীরা হেঁটেও যেতে পারেন না। এলাকার শিক্ষার্থী, বাজারগামী মানুষ আর যানবাহনের চালকসহ সবাইকেই ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় হালকা যানবহান ঠেলে পার করাও দুষ্কর হয়ে যায়।
৪ জুলাই শুক্রবার হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নের আলোচিত বোয়ালিয়ারচর গ্রামে গিয়ে এমন করুণ দৃশ্যই দেখা গেছে। ওই গ্রামের এসএসসি পরীক্ষা দেওয়া রবিন, কুলিয়ারচরে কর্মরত শিক্ষা কর্মকর্তা সারোয়ার মোহাম্মদ হিমেল, প্রবাস ফেরত আলাউদ্দিন, রায়হান মিয়া ও অটোচালক হুমায়ুনসহ অনেকেই জানান, এই রাস্তাটি কয়েক গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ মাধ্যম। কয়েকটি বিদ্যালয় ছাড়াও এই রাস্তা ব্যবহার করে জেলা সদর, হোসেনপুর সদর, আমান সরকারের বাজার, গাঙ্গাটিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। কিন্তু বৃষ্টির মৌসুমে রাস্তাটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন তো দূরে থাক, পায়ে হেঁটে গেলেও পায়ের জুতা হাতে নিয়ে কোন রকমে যেতে হয়। পিচ্ছিল রাস্তায় প্রায়শই মানুষ পা পিছলে পড়ে যায়। আর রাস্তায় পানি জমে থাকলে খানাখন্দ দেখাও যায় না। তখন বিভিন্ন যানবাহন দুর্ঘটনারও শিকার হয়।
বিভিন্ন জায়গায় এই রাস্তার সাথে সরু বাইপাস কাঁচা রাস্তার সংযোগও দেখা গেছে। ওইসব বাইপাস রাস্তারও একই রকম করুণ হাল। একটি বাইপাস কাঁচা রাস্তা থেকে অটোচালক হুমায়ুনকে অপর একজনের সহায়তায় তাঁর অটোরিকশাটি ঠেলে ওঠাতে দেখা গেছে। এলাকাবাসী জানান, বহুকালের পুরনো সড়কটি কখনই পাকাকরণ বা উন্নয়নের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাঁরা এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রাহমানের সাথে কথা বললে তিনিও ভোগান্তির কথা স্বীকার করেছেন। আগামীতে যখন উন্নয়নের জন্য বরাদ্দ আসবে, তখন রাস্তাটির উন্নয়নে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।