# নিজস্ব প্রতিবেদক :-
এক পক্ষের কাফনের কাপড় পরে প্রতিহত করার ঘোষণার মুখে কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত হয়ে গেছে। আজ ৫ জুলাই শনিবার সকালে উপজেলার ভাগলপুরের নাজিম ভূঁইয়ার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলন স্থগিতের তথ্য নিশ্চিত করে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ বলেন, উভয় পক্ষের সাথে পরামর্শ করেই সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
কমিটির বর্তমান আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এর আগে থেকেই বাজিতপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, সাবেক সহ-সভাপতি মীর জলিল, সাবেক যুগ্ম-আহবায়ক কাজল ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মঞ্জরুল হক রোকন, প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বাধীন একটি শক্তিশালী অংশ সম্মেলনের বিরোধিতা করে আসছিল। তারা গত বুধবার বাজিতপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে বাঁশ মহালে সমাবেশ করেছেন। সেখানে কাফনের কাপড় পরে নেতৃবৃন্দ বলেন, উপজেলার বিএনপির বর্তমান নেতৃত্ব আগেই অগণতান্ত্রিক পদ্ধতিতে একটি কমিটি তৈরি করে রেখেছেন। এখন লোক দেখানো সম্মেলন করার উদ্যোগ নিয়েছেন। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি করার দাবি জানিয়েছিলেন। অন্যথায় শনিবারের সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন। এহেন পরিস্থিতিতে জেলা বিএনপি সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।
এ ব্যাপারে বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া বলেন, ‘বর্তমান আহবায়ক কমিটি হয়েছে ৫ বছরের বেশি হয়ে গেছে। তারা একতরফা বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ নিলে আমরা বিরোধিতা করি। তখন জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল, অর্ধেক কমিটি আমরা দিব, অর্ধেক কমিটি মুজিবুর রহমান ইকবালরা দেবেন। সেটাই করা হয়েছিল। কিন্তু আমাদের না জানিয়ে সম্প্রতি মুজিবুর রহমান ইকবাল ও মনিরুজ্জামান মনির উপজেলা সম্মেলনের প্রস্তুতি সভা করে ফেলেন। এটা একদিন পর আমাদের জানানো হয়। এর ফলে আমরা সম্মেলন নিয়ে আপত্তি জানাই এবং আন্দোলনে নামি। আমরা সম্মেলন প্রতিহত করারও ঘোষণা দেই। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথেও কথা বলি। তখনই জেলা কমিটির পক্ষ থেকে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে।’
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির জানিয়েছেন, ‘কাউন্সিলরদের মধ্যে বিরোধিতাকারিদের তেমন ভোট নেই। এই কারণেই তারা সম্মেলনের বিরোধিতা করেছিলেন। সম্মেলন স্থগিত করা হলেও পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।’