# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে টিকাদান কর্মসূচীর ‘পোর্টার’ পদের তিন দরিদ্র কর্মী ৬ বছর ধরে চাকরিহারা। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাদের চাকরি ফেরত চান। স্বাস্থ্য বিভাগের কয়েকজন তাদের ন্যায্য মজুরি থেকে নিয়মিত কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করায় চাকরি হারিয়েছিলেন। তারা ৬ বছর আগে চাকরি হারালেও এতদিন চাকরি ফেরতের দাবি করতেও সাহস পাননি। দিনমজুরি করে কোনরকমে সংসার চালিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে আবার তারা চাকরি ফেরত চান। এরা হলেন সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া গ্রামের নূরুল ইসলাম, বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের সোলায়মান ও একই গ্রামের নজরুল ইসলাম।
এ প্রতিনিধির সাথে আলাপকালে তারা জানান, এরা তিনজন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়মিত টিকা এবং আনুষঙ্গিক উপকরণ পৌঁছে দিতেন ১১টি ইউনিয়নের একটি নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে। সেখান থেকে টিকাদান কর্মীরা সেগুলি যার যার টিকাদান কেন্দ্রে নিয়ে যেতেন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং লাইন ডাইক্টের ডা. হাবিব আব্দুল্লাহ সোহেল ২০১৫ সালের ৬ আগস্টের স্বাক্ষরে দেশের সকল সিভিল সার্জনদের কাছে স্মারকমূলে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছিলেন। তাতে লেখা আছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ইপিআই টিকাদান সেশনের টিকা কার্যক্রম পরিচালনার জন্য ভ্যাকসিন ক্যারিয়ার, লজিস্টিক ও অন্যান্য মালামাল পরিবহন এবং পোর্টারের মজুরি বাবদ জিওবি থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়। উল্লেখিত ভ্যাকসিন ক্যারিয়ার, লজিস্টিক ও অন্যান্য মালামাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত পোর্টার বহন করবেন এবং ডিস্ট্রিবিউশন পয়েন্ট হতে উক্ত মালামালসমূহ সংশ্লিষ্ট সকল টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মী বহন করবেন। উপজেলা পর্যায়ে অর্থনৈতিক কোড নং-৪৮৪৬ পরিবহন ব্যয় ও কোড নং-৪৮৯৯ পোর্টারের মজুরি বাবদ বরাদ্দ অর্থ স্থানীয় ব্যবস্থাপনায় নিকটবর্তী এবং দূরবর্তী ইউনিয়ন ও টিকাদান কেন্দ্রের ভ্যাকসিন ক্যারিয়ার, লজিস্টিক ও অন্যান্য মালামাল সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য বহনকারীগণের মধ্যে সমন্বয়পূর্বক ব্যয় করতে হবে।’
কিন্তু দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী এনায়েত রাব্বী লিটনসহ কয়েকজন এই তিন পোর্টারকে চাপ দিতেন উপকরণগুলো ডিস্টিবিউশন কেন্দ্র পেরিয়ে একেবারে টিকাদান কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বরের চিঠি দেখিয়ে এই তিন পোর্টার বলেন, চিঠিতে পরিষ্কার উল্লেখ রয়েছে, এরা কেবল ডিস্ট্রিবিউশন পয়েন্টে মালামাল পৌছে দেবেন। সেখান থেকে টিকাদান কর্মীরা সেগুলি টিকাদান কেন্দ্রে নিয়ে যাবেন। যে কারণে তারা কেবল ইউনিয়নের ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত মালামাল পৌঁছে দিতেন। কিন্তু ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে টিকাদান কেন্দ্র পর্যন্ত টিকাদান কর্মীরা মালামাল নিয়ে যেতে যে আলাদা খরচ হতো, সেই টাকাটা এই তিন পোর্টারের বেতন থেকে এনায়েত রাব্বী লিটন কেটে রাখতেন। প্রত্যেক পোর্টার মাসে ৯ হাজার ৬০০ টাকা বেতন পাবার কথা থাকলেও দেওয়া হতো ৮ হাজার টাকা। বাকি এক হাজার ৬০০ টাকা কেটে রাখা হতো ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে যারা মালামাল টিকাদান কেন্দ্রে নিয়ে যান, তাদেরকে দেওয়ার নাম করে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. এবিএম জাহাঙ্গীর আলমের ২০১০ সালের ৮ সেপ্টেম্বরের চিঠি অনুযায়ী প্রত্যেক পোর্টারকে মালামাল পরিবহনের জন্য দৈনিক ৫৫ টাকা পরিবহন খরচ দেওয়ার কথা। সেই হিসেবে তিনজন পোর্টারের জন্য তিন মাসে সম্মিলতি বরাদ্দ ১৩ হাজার ২০০ টাকা থাকলেও এক টাকাও দেওয়া হতো না। পুরো টাকাটাই আত্মসাত করা হতো বলে তিন পোর্টার নূরুল ইসলাম, সোলায়মান ও নজরুল ইসলাম জানিয়েছেন।
এসব বিষয়ে ২০১৮ সালে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের দুই মাস পর নভেম্বর থেকে এই তিন পোর্টারকে দুই মাসের বেতন ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয়। তাদের জায়গায় নতুন লোক নেওয়া হয়েছে। ৬ বছর চাকরিহারা তিন পোর্টার দিনমজুরি করে সংসার চালিয়েছেন। পোর্টার নূরুল ইসলাম জানান, ‘সেসময় চাকরির জন্য কারও কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমরা মামলা করতে চেয়েছিলাম। কিন্তু স্বাস্থ্য সহকারী এনায়েত রাব্বী লিটনের বাধার কারণে আইনজীবী মামলা নিতে রাজি হননি। কারণ আওয়ামী লীগের নেতাদের সাথে লিটনের সুসম্পর্ক ছিল। তবে এখন বকেয়া টাকাসহ চাকরি ফেরত না পেলে মামলা করার চিন্তা আছে।’
এখন তারা চাকরি ফেরত চান। এ ব্যাপারে কথা বলার জন্য স্বাস্থ্য সহকারী এনায়েত রাব্বী লিটনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, তিন পোর্টার রোববার তার সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন, ওই সময় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা দায়িত্বে ছিলেন, তাদের সাথে বেতনের টাকা আত্মসাৎ নিয়ে কথা বলবেন। আর ইপিআই কর্মসূচী যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ফলে এই কার্যক্রমের অর্থ বরাদ্দ তারাই দেয়। পোর্টার পদে যেহেতু নতুন লোক নেওয়া হয়েছে, ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন লোক নিয়োগ বাবদ অর্থ বরাদ্দ দিলে তখন চাকরিচ্যুত তিন পোর্টারের বিষয়টি সিভিল সার্জন বিবেচনা করবেন বলে জানিয়েছেন।