• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে হেফাজত বিএনপির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের

কিশোরগঞ্জে হেফাজত বিএনপির
বিরুদ্ধে তিনটি মামলা দায়ের

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে হেফাজত ও বিএনপির নেতা-কর্মিদের নামে সদর মডেল থানায় পুলিশের পক্ষ থেকে তিনটি পৃথক মামলা দয়ের করা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে সাড়ে ৪ সহস্রাধিক। বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারেও পাঠানো হয়েছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত ২৮ মার্চের হরতালের দিন হামলা ও সম্পদের ক্ষয়ক্ষতির কারণে ২৯ মার্চ শহরের ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহরাব মিয়া বাদী হয়ে হেফাজতের ২৭ জনের নামসহ অজ্ঞাত আরো দুই হাজার থেকে আড়াই হাজার জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেছেন। ৩০ মার্চ মঙ্গলবার সদর থানার পরিদর্শক জয়নাল আবেদীন বাদী হয়ে হেফাজতের নেতাকর্মিদের নামে সন্ত্রাস দমন আইনে আরো একটি মামলা রুজু করেছেন। এ মামলায় ৩৮ জনের নামসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামী করা হয়েছে। এছাড়া ৩০ মার্চ পুলিশের ওপর বিএনপি কর্মিদের হামলা ও ভাংচুরের ঘটনায় সদর থানার এসআই পল্লব সরকার বাদী হয়ে আজ ৩১ মার্চ বুধবার সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নামসহ অজ্ঞাত আরো ১৮শ’ জনের নামে মামলা করেছেন। এসব হামলার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ তিন মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলেও পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *