• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ব্র্যাকের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্র্যাক ডে পালিত

কিশোরগঞ্জে ব্র্যাকের ৪৯ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
ব্র্যাক ডে পালিত

# নিজস্ব প্রতিবেদক :-

‘বাংলাদেশের হৃদয় হতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ২১ মার্চ রোববার ব্র্যাকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে জেলার ৭৮টি অফিসে একযোগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। প্রধান কার্যালয় থেকে প্রচারিত লাইভ অনুষ্ঠান ব্র্যাক গাইটাল আঞ্চলিক কার্যালয়সহ জেলার সকল অফিসে মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হয়। গাইটাল রিজিওনাল অফিসের অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মতিন, মো. আব্দুল হাকিম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাস, মানব সম্পদ কর্মকর্তা রনজিত কুমার কর, মো. আতিকুর রহমান, জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, সুলতানা খানম, মো. আজহারুল ইসলাম, আলট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক কবিতা মিত্র, কাজীউল কুজ্জাত খান ও মো. রিজাউল করিমসহ অন্যান্য সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী বছর করোনামুক্ত বাংলাদেশে ব্র্যাকের সূবর্ণ জয়ন্তীতে আরো ভালো কিছু নিয়ে ব্র্যাক ডে পালন করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি টানা হয়। জেলার ৭৮টি অফিসে সুষ্ঠুভাবে ব্র্যাক ডে পালনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *