• সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

এবার একই দিনে বসন্তবরণ আর বিশ্ব ভালবাসা দিবস প্রতিটি দোকানে বাহারি ফুল

কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের একটি ফুলের দোকানে বাহারি ফুলের সমাহার। - পূর্বকণ্ঠ

এবার একই দিনে বসন্তবরণ
আর বিশ্ব ভালবাসা দিবস
প্রতিটি দোকানে বাহারি ফুল

# মোস্তফা কামাল :-

এবার ১৪ ফেব্রুয়ারি একই দিনে বসন্ত বরণ আর বিশ্ব ভালবাসা দিবস। প্রতি বছরই দিন দু’টির জন্য ফুল ব্যবসায়ীরা অপেক্ষার প্রহর গুণতে থাকেন। মজুদ করতে থাকেন নানারকম বাহারি ফুল। তবে বেশি চাহিদা থাকে টুকটুকে লাল গোলাপের। বিশেষ করে ভালবাসা দিবস উদযাপনে লাল গোলাপের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এর সঙ্গে গাঁদা, গার্ডিওলা, চন্দ্রমল্লিকা, রজনিগন্ধা, গাজরাসহ আরো নানারকম ফুলের আমদানি চোখে পড়ে। কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অন্তত ২০টি ফুলের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই এখন শোভা পাচ্ছে তাজা চকচকে ফুলের মজুদ। দোকানের সামনে বালতির মধ্যে পানি দিয়ে তাতে লম্বা বোটাসহ ফুলগুলো সাজিয়ে রাখা হয়েছে। আজ থেকেই ক্রেতা আকর্ষণের চেষ্টা চলছে। কিছু কিছু বিক্রিও হচ্ছে। দামও বেশ চড়া। করোনা পরিস্থিতির কারণে গত প্রায় এক বছরে ফুলের সঙ্গে সম্পর্কযুক্ত যতগুলো দিবস এসেছে, সেসব দিবসে ফুলের তেমন ব্যবসায় হয়নি। যে কারণে এখন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকার কারণে এবং টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় মানুষের মাঝে উৎসব আয়োজনের কিছুটা আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ীরাও এবার কিছুটা ভাল ব্যবসা হবে বলে আশা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *