• শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সুন্দর ভৈরব চাই সংগঠনের সম্প্রীতি সভা

সুন্দর ভৈরব চাই সংগঠনের
সম্প্রীতি সভা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সুন্দর ভৈরব চাই নমে একটি সামাজিক সংগঠনের আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় সুন্দর ভৈরব চাই এর নবগঠিত কমিটির সভাপতি প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, সুন্দর ভৈরব চাই সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, সুন্দর ভৈরব চাই শুধু নামের সংগঠন নয়। ভৈরবের সুশীল সমাজের অংশগ্রহণে এই সংগঠনটি গঠিত হয়েছে। ভৈরবের মানুষের সুন্দরভাবে বাঁচার লড়াইকে মাননীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের কাছে তুলে ধরার জন্যই এ সংগঠন করা হয়েছে। ভৈরব আজ সার্বিক দিক দিয়ে অবহেলিত রয়েছে। ভৈরব বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ধস নেমে এসেছে। ভৈরবের সাথে পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা দিন দিন বিলুপ্তির পথে। ভৈরবের একটি বিশাল ব্যবসা কাপড়ের ব্যবসা। বুধবার হলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো ভৈরবে চুরি-ছিনতাইয়ের কবলে পড়ে সর্বহারা হচ্ছেন। সেজন্য বাজারের ঐতিহ্য হারাতে বসেছে। ভৈরব রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারীদের কবলে পড়ে হয়রানি হচ্ছে ভৈরবের যাত্রীবৃন্দ। এ জন্য আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় অল্প কিছুদিনের মধ্যে সুন্দর ভৈরব গঠনের ভৈরববাসীর চাওয়াকে প্রাধান্য দিয়ে লিফলেট, হ্যান্ডবিল বিলি করা হবে। এ সময় বক্তারা ভৈরবকে সুন্দর করতে মাননীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা ও সদয় দৃষ্টি কামনা করেন। সভা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *